Saturday, May 26, 2012

কাল যদি ইন্টারনেটে ডাউনলোড স্পীড ৫ মেগা হয়, তাহলে…



Post image for কাল যদি ইন্টারনেটে ডাউনলোড স্পীড ৫ মেগা হয়, তাহলে… ফালতু পোস্ট বিভাগে অনেকদিন ধরে ফালতু পোস্ট করা হয়নি। তাই কিছু ফালতু সময় করে ফালতু বিষয়ে একটি ফালতু পোস্ট লিখতে ইচ্ছে করল। তবে বিষয়টি একটু গম্ভীর, তাই সবার অংশগ্রহন কামনা করছি।
ইন্টারনেটে যারা দিনের অনেকটা সময় কাটিয়ে দেন, তাদের সবারই অভিযোগ যে বাংলাদেশে ইন্টারনেটে স্পীড খুবই কম। কতটা কম, সেটা হয়তো বাংলাদেশে বোঝা সম্ভব না। কারন ১০+ মেগা ডাউনলোড স্পীডের ইন্টারনেট ব্যবহারের পরে দেশে গিয়ে যখন ব্রাউজারে টিপটিপ করেও ওয়েবসাইটের দেখা পাই না, তখন কি যে মেজাজটা খারাপ হয়, তা বোঝাতে পারব না।
ছোটবেলায় “যদি আমি এক কোটি টাকা পাইতাম”, কিংবা “যদি আমি একদিনের জন্য রাজা হইতাম” বিষয়ে রচনা লিখতে হতো। বিষয়টি হয়তো মজার ছিল না, কিন্তু নিজের চিন্তার পরিধিকে বাড়ানোর জন্য অনন্য পন্থা ছিল।
যাহোক, আজকে আপনাদের কোনো রচনা লিখতে বলবো না, শুধু দু’তিনটি লাইনে আমাকে জানান, কাল যদি ইন্টারনেটে ডাউলোড স্পীড ৫ মেগা হয়, তাহলে আমি আগামী ২৪ ঘন্টায় কি করতে চাইবেন
সাথে থাকুন, ভাল থাকুন।
সবার জন্য রইল শুভ কামনা।

No comments:

Post a Comment